Assam : ইএসআই হাসপাতালের বিএসসি নার্সিং কলেজের কনভোকেশনে মন্ত্রী মলয় ঘটক
আসানসোল রবীন্দ্র ভবনে শনিবার সকালে এক অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রদীপ জ্বালিয়ে আসানসোল ইএসআই হাসপাতাল নার্সিং কলেজের বিএসসি নার্সিং ট্রেনিংয়ে ল্যাম্প লাইটিং ও কনভোকেশনের আনুষ্ঠানিক সূচনা করেন। এদিন ৪২ জন নার্সিং প্রশিক্ষণের জন্য শপথ গ্রহণ করেন। পাশাপাশি এদিন ৩৮ জন নার্সিং প্রশিক্ষণ শেষে হাতে পদক ও মানপত্র তুলে দেওয়া হয়। মন্ত্রী মলয় ঘটক অনুষ্ঠানে গিয়ে বলেন, বিএসসি নার্সিং কলেজ পশ্চিমবঙ্গের প্রথম, বিএসসি নার্সিং পাস করলে চাকরি অপেক্ষা করে থাকে।আসানসোল ইএসআই কলেজের প্রিন্সিপাল অনিমা দাসের দেওয়া রিপোর্ট অনুযায়ী নার্সিং কলেজ থেকে। তার মধ্যে ৬১ জন রাজ্য সরকারি , ৩ জন কেন্দ্রীয় সরকারি এবং বাকিরাও বিভিন্ন নামী বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন। #youtube #assam #assamesenews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?