আসানসোল : ইসিএলের সাঁকতোড়িয়া সদর দফতরে শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে বিক্ষোভ।
সোমবার সকালে ইসিএলের ডিসেরগড় সাঁকতোড়িয়া অঞ্চলে ঠিকা শ্রমিকেরা পুনর্নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বক্তব্য ইসিএল ম্যানেজমেন্টের সাথে ঠিকাদারেরা সম্মিলিত ভাবে অস্থায়ী শ্রমিকদের ওপর শোষণ পীড়ন চালাচ্ছে। অনৈতিক ভাবে টেণ্ডার পুনরনবীকরণ না হওয়ার কারণ দেখিয়ে ২০০ জন শ্রমিকের মধ্যে প্রথমে ২৬ জন,পরবর্তী ক্ষেত্রে ২২ জন শ্রমিককে অনির্দিষ্টকাল বসিয়ে রাখা হয়েছে। গত দুইমাস ধরে কর্মহীন তারা বসে থাকায় তাদের পরিবার নিয়ে পথে এসে দাড়াতে হয়েছে। ঠিকাদারের সাথে আলোচনায় ১৫ জনের নিয়োগের কথা উঠে এলেও ৬-৭ জনের কোনো সুরাহা করা হচ্ছে না। এই পরিস্থিতিতে তারা শ্রমিকদের স্বার্থেই বিক্ষোভে শামিল হয়েছেন। যদি তাদের দাবির মান্যতা দেওয়া না হয়, তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
What's Your Reaction?