Nadia : চার বিঘা জমির ফলন্ত পেপে গাছ সহ প্রায় চার হাজার পেপের চারা কেটে নষ্ট : U Bangla TV

Nadia : চার বিঘা জমির ফলন্ত পেপে গাছ সহ প্রায় চার হাজার পেপের চারা কেটে নষ্ট : U Bangla TV

Jan 16, 2024 - 13:53
 0  2

চার বিঘা জমির ফলন্ত পেপে গাছ সহ প্রায় চার হাজার পেপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা। প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা, সর্বস্বান্ত পেঁপে চাষীর। চূড়ান্ত অমানবিক ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠে। শোনা যায় ওই এলাকার চন্দ্রপুর এর বাসিন্দা পেঁপে চাষী পরিমল মন্ডল। প্রায় 25 বছর ধরে তিনি বিঘা বিঘা জমিতে পেঁপে চাষ করেন। শুধু তাই নয় নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পেঁপের চারা তৈরি করে অন্যান্য জায়গায় বিক্রিও করেন তিনি। প্রতিবছরের মত এ বছরও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন। কিন্তু গতকাল সকালে তিনি অন্যান্য চাষীদের কাছ থেকে খবর পান যে তার পেঁপে জমির সব পড়ন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি নিজের পেঁপে জমিতে ছুটে আসেন। এরপরে তিনি দেখেন শুধুমাত্র ফলন তো পেঁপে গাছ নয় তার তৈরি করা হাজার হাজার পেপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি।এ বিষয়ে ওই পেঁপে চাষী পরিমল মণ্ডল বলেন, তার এলাকায় কোন ব্যক্তিগত শত্রু নেই। এর আগেও তার এরকম কখনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে যেদিন রাতে এই ঘটনা ঘটেছিল সেদিন সন্ধ্যায় ওই এলাকারই এক ব্যক্তির সঙ্গে তার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। সরাসরি ওই ব্যক্তির নাম না বললেও তিনি সন্দেহ প্রকাশ করছেন এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তিই জড়িত রয়েছে। পাশাপাশি তিনি বলেন প্রায় দশ লক্ষ টাকার উপরে তার ক্ষতি হয়েছে।অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলায় আসে শান্তিপুর থানার পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে প্রতিবেশীরাও চাইছেন যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে কঠোরতম শাস্তি দিক যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। #nadia #nadianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow