Tripura : আগরতলা এলবার্ট এক্কা পার্কে মুক্তিযোদ্ধা এবং পতিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন |
"আজাদি কা অমৃত মহোৎসব" উদযাপনের জন্য ইস্টার্ন কমান্ড ভারতীয় সেনাবাহিনী দ্বারা উত্তর-পূর্ব রাজ্যগুলির সমস্ত রাজধানী শহরগুলিকে কভার করে একটি প্যান নর্থ ইস্ট কার র্যালির আয়োজন করা হয়েছে। এই কার র্যালিটি পুর্বোত্তর ভারত পরিক্রমা করে ফোর্ট উইলিয়াম কলকাতা থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের সমস্ত সেভেন সিস্টারস অ্যান্ড ওয়ান ব্রাদার রাজ্যের মধ্য দিয়ে যাত্রা করবে। এই উদ্যোগের লক্ষ্য হল যুব, মুক্তিযোদ্ধা, বীরত্ব পুরস্কার বিজয়ী এবং আরও অনেকের কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করা এবং ভারতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য একটি অর্থপূর্ণ সংযোগ গড়ে তোলা। ২২ মার্চ ২০২৩ সালে এই র্যালিটি পতাকা উত্তোলন করে অনুষ্ঠান কর্মসূচি শুরু করেন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা, জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড। কার র্যালিতে অংশগ্রহণকারী সদস্যরা শনিবার আগরতলা আলবার্ট এক্কা পার্কে মুক্তিযোদ্ধা এবং বীরেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৫০০০ কিলোমিটার পরিক্রম করবে এই র্যালিটি। এই র্যালিটির মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর প্রাক্তনীদের কাছে পৌঁছানো। এরই অঙ্গ হিসেবে সেনাবাহিনীর প্রাক্তনদের পাশাপাশি বীর শহীদদের পরিবারের লোকজনের সম্মান প্রদান করে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?