Coochbihar : কোচবিহার বাইসন তান্ডব
কোচবিহার -আজ সকালে কোচবিহার জেলার কোচবিহার ১ নং অঞ্চলের সাহেবেরহাট অন্তর্গত হাড়িভাঙ্গা ও রাশিডাঙ্গা গ্রামে দুটি বাইসন তান্ডব চালায়। ওই তাণ্ডবে বাইশনের শিকার হয় চারজন। একজন সঙ্গে সঙ্গে মৃত্যু হয় আর ওপর তিনজন কোচবিহার জেলার এম জে এন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।ঐ বাইসনের আক্রমণে যে ব্যক্তির মৃত্যু হয় তার নাম পেনো বর্মন ।ঐঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার NBSTC চেয়ারম্যান তথা Ex Mp মাননীয় শ্রী পার্থ প্রীতম রায় মহাশয়, কোচবিহার ও জলদাপাড়া বনদপ্তরের আধিকারিক A.D.F.O বিজন নাথ মহাশয়। মাননীয় শ্রী পার্থ প্রীতম রায় ও বনদপ্তরের আধিকারিক ঘোষণা করেন যে সরকার থেকে মৃতের পরিবার ৫ লক্ষ টাকা অনুদান পাবেন।পরে বনদপ্তরের অধিকারীরা বাইসন টিকে উদ্ধার করে জলদাপাড়ার উদ্দেশ্য রওনা হয়। কোচবিহার থেকে তুষার কান্তি বর্মনের রিপোর্ট নিউজ ২৪ ঘন্টা। #youtube #cooch_behar #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?