আগরতলায় চালু হতে যাচ্ছে হেলিকপ্টার পরিষেবা
আগরতলায় চালু হতে যাচ্ছে হেলিকপ্টার পরিষেবা।সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী!
আগরতলা মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,২৪ ঘন্টা বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে আগরতলায়। এবার রাত্রিকালীন বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। আন্তর্জাতিক হচ্ছে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে আগরতলা-চট্টগ্রাম বিমান চলাচল শুরু করার জন্য কেন্দ্রীয় সামরিক পরিবহন মন্ত্রক সবুজ সংকেত দিয়েছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?