অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশানের বিশ্ব হাসি দিবস পালন | U Bangla TV
রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নাম্বার ২ প্রেক্ষাগৃহে অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশান এর উদ্যোগে ১৫ তম "বিশ্ব হাসি দিবস" অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। তিনি বলেন, আজকের এই "বিশ্ব হাসি দিবস" অনুষ্ঠানে বয়স্ক লোকদের মধ্যে বাচ্চাদের মতো সুন্দর একটা পরিবেশ লক্ষ্য করা গেছে। ঠিক এই সুন্দর পরিবেশটা আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উনার বাড়িতে গিয়ে ও দেখতে পান। তার মেয়ের মাত্র ৯ বছর। এই বাচ্চাসুলভ মনটা তিনি তার শ্বশুর-শ্বাশুড়ির মধ্যে দেখতে পান, এমনটাই বললেন বিশ্ব হাসি দিবসে।
What's Your Reaction?