অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে মেডিকেল টিম না থাকায় ক্ষোভ প্রকাশ আমজনতার
শনিবার ময়নাগুড়ি বিধানসভার অন্তর্গত জল্পেশ মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করতে এসে অসুস্থ হয়ে পড়লেন মনজিরা দাস নামের এক তৃণমূল কংগ্রেস কর্মী। অভিযোগ সেখানে কোন ডাক্তার এমনকি এম্বুলেন্সের বন্দোবস্ত ছিল না। ছিলনা কোন মেডিকেল টিম। সেই মহিলার আত্মীয় পরিজনেরা কোলে তুলে সভাস্থলের বাইরে নিয়ে যায়।শেষমেষ একটি টোটোতে চাপিয়ে নিয়ে যাওয়া হল নিকটবর্তী হাসপাতালে। এত বড় রাজনৈতিক কর্মসূচিতে কোনরকম চিকিৎসা পরিষেবা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মন্দিরের গেট থেকে বড় রাস্তা পর্যন্ত প্রায় ৬০০ মিটার কোলে তুলে নিয়ে যেতে হয় ওই মহিলাকে।
জলপাইগুড়ি জেলা তৃণমূল সূত্রে খবর, রাজনৈতিক অনুষ্ঠান প্রাঙ্গণে ফার্স্ট এইড এর বন্দোবস্ত রয়েছে। তবে এত লোকের জন্য কোন রকম মেডিকেল টিম বা অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা নেই। #youtube #jalpaiguri #jalpaigurinewsbangla @ubanglatvofficial
What's Your Reaction?