অবশেষে উদ্ধার পূর্তদফতরের গাছের লগ |
অবশেষে ঝড়ে উপড়ে পড়া পূর্ত দফতরের গাছের লগ উদ্ধার করল জলপাইগুড়ি বনবিভাগের চালসা রেঞ্জের বন কর্মীরা। বুধবার সকালে চালসা পরিমল মিত্র নগর এলাকা থেকে ওই লগগুলিকে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। উল্লেখ্য গত ৪ঠা মে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে চালসা - মেটেলি রাজ্য সড়কের উপর বহু বড় বড় গাছ উপড়ে পড়ে। সেই গাছ বনদপ্তরের অনুমতি ছাড়াই কিছু কাঠ ব্যবসায়ী আত্মসাৎ করে বলে সোমবার লিখিত অভিযোগ জানান তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা। যা নিয়ে আসরে নামেন বিজেপি নেতৃত্বও। এদিন ঝড়ে উপড়ে পড়া ওই গাছের লগ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
What's Your Reaction?