Tripura : অফিসের ইউডিসি ক্লার্ক প্রবীর লোধ মৃত্যু মামলা
আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসের ইউডিসি ক্লার্ক প্রবীর লোধ মৃত্যু মামলায় অভিযুক্ত আগরতলা পূর্ব মহিলা থানার সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা এবং অভিযোগকারীনী আশালতা দেববর্মার বিরুদ্ধে আগরতলা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ জমা দিল মৃতের স্ত্রী। অভিযোগ এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবারের পক্ষে আইনজীবী রঘুনাথ মুখার্জি জানিয়েছেন, আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসের গ্রুপ ডি কর্মচারী আশালতা দেববর্মার একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব মহিলা থানার সাব-ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা গত ১২ ই এপ্রিল প্রবীর লোধকে থানায় ডেকে এনে অকথ্য নির্যাতন করেছেন। প্রবীর লোধের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রজু করার ভয় দেখিয়েছিলেন আগরতলা পূর্ব মহিলা থানার সাব-ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা। আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশের হেনস্তার কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক অফিসে কর্মরত ইউডিসি ক্লার্ক প্রবীর লোধ।অভিযুক্ত আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশের সাব-ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা এবং অভিযোগকারীনী আশালতা দেববর্মার শাস্তির দাবিতে আগরতলা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী রঘুনাথ মুখার্জি। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?