৬১ দিন গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দপ্তর | U Bangla TV

সামুদ্রিক মাছ প্রজননের কথা মাথায় রেখে আগামী ১৫ই এপ্রিল থেকে ১৪ই জুন টানা ৬১ দিন, গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের মৎস্য দফতর। ছোট বড় সকল মৎস্যজীবীদের উপর জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। সমুদ্রপাড় থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার উপর সমস্ত রকম নিষেধাজ্ঞা জারি থাকছে।মূলত মাছের প্রজনন এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই পথ অবলম্বন করা হয়েছে । কাকদ্বীপ মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীপাত্র বলেন, ৬১ দিনের এই সময়কালে মৎস্যজীবীরা নিজেদের ট্রলার থেকে শুরু করে নিজেদের জাল মেরামতির কাজ সেরে নেয়। মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস বলেন, গত বছর তেমন মাছ হয়নি এ বছর আশা করব যাতে ভালো মাছ হয়, না হলে সংসার চালানো দায় হয়ে যাবে। মোট কাকদ্বীপ বন্দরে দু হাজারেরও বেশি মৎস্যজীবী ট্রলার রয়েছে, প্রতিটি ট্রলারে ১৭ থেকে ২০ জন করে মৎস্যজীবীরা থাকে। আবারো ৬১ দিন পর গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেবে মৎস্যজিবি ট্রলার গুলি।

Apr 19, 2023 - 16:20
 0  2

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow