৫ বছর ধরে রাজ্যের গণপিটুনি বিল আটকে রাজভবনে! কী বলছেন রাজ্যপাল?

বিধানসভার স্পিকারের দাবি, রাজ্যপাল স্বাক্ষর করেননি। ফলে বিল আর আইনে পরিণত হয়নি।

Jul 3, 2024 - 14:19
 0  6
1 / 1

1.

গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড, এই মর্মে বিল পাশ হয়েছিল বিধানসভায়। কিন্তু তা আজও আইনে পরিণত হয়নি। ৫ বছর ধরে লালফিতের ফাঁসে আটকে সেই বিল। কিন্তু কেন? বিধানসভার স্পিকারের দাবি, রাজ্যপাল স্বাক্ষর করেননি। ফলে বিল আর আইনে পরিণত হয়নি। এই অভিযোগের পালটা জবাব দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Ananda Bose) দাবি, রাজ্যের কাছে বিল সংক্রান্ত কিছু ব্যাখ্যা তলব করেছিলেন তিনি। কিন্তু তার জবাব এখনও পাননি। সবমিলিয়ে গণপিটুনি বিল নিয়েও অব্যাহত রাজভবন-বিধানসভা দ্বন্দ্ব।

কখনও চোর সন্দেহে, কখনও ছেলেধরা সন্দেহে, একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে। যার ফলে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে চর্চায় উঠে এসেছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল (প্রিভেনশন অব লিঞ্চিং) বিল, ২০১৯’-বিলটির কথা। ২০১৯ সালে বিলটি পাশ হয়েছিল বিধানসভায়। বলা হয়েছিল, গণপ্রহারের শাস্তি মৃত্যুদণ্ড। বিল পাশ হলেও আইন প্রণয়ন হয়নি। দিন কয়েক আগে এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল স্বাক্ষর না করায় বিল আইনে পরিণত হতে পারেনি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow