স্বেচ্ছাসেবী সংস্থা সবুজের মিছিল | U Banagla TV
স্বেচ্ছাসেবী সংস্থা সবুজের মিছিল আজকে থেকে তার পথচলা শুরু করল। এই সংস্থার মাধ্যমে হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরে সবুজায়নের লক্ষ্যে গাছ বসানো হবে। বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে। এর উদ্বোধন করে রবিবার সকালে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, আমাদের লক্ষ্য প্রতিদিন গাছ বসানো। ছোট, বড় বিভিন্ন আকারের গাছ বসানো হবে। সাংবাদিকরা প্রশ্ন করেন বিভিন্ন জায়গায় গাছ কেটে বহুতল নির্মাণ করা হচ্ছে। কোথাও জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে। এর উত্তরে অরূপ রায় বলেন, অনেক সময় প্রয়োজনে গাছ কাটতে হয়। অনেক সময় জলাশয় বোজাতে হয়। কিন্তু লক্ষ্য রাখতে হবে একটি গাছ কাটলে পাশাপাশি ১০টি গাছ লাগাতে হবে এবং একটি জলাশয় কোনো কারণে বোজানো হলে সম মাপের জলাশয় তৈরি করতে হবে।
What's Your Reaction?