সোশাল মিডিয়ায় ভাইরাল মালাইকার ভিডিও

আচমকাই পোশাক ঠিক করতে গিয়ে আলগা হল মালাইকার ব্লাউজের স্ট্যাপ! বিপদ বুঝে চটজলদি ব্লাউজ ঠিক করে নিলেন মালাইকা।

Aug 31, 2024 - 15:53
 0  4

দেখুন কাণ্ড! হঠাৎ করে এমনটা যে হবে, তা আগে থেকে টেরই পাননি বলিউডের হট নায়িকা মালাইকা অরোরা। কিন্তু যখন ঘটল, তখন কিছুটা হলেও, ঘাবরে গেলেন মালাইকা। অবশেষে নিজেকে সামলে নিয়ে ফের ক্যামেরার সামনে পোজ দিলেন মালাইকা। তবে তার আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল মালাইকার এই ভিডিও।

 সেখানে দেখা গিয়েছে হলুদ লহেঙ্গা পরে ক্য়ামেরার সামনে পোজ দিচ্ছেন মালাইকা। আচমকাই পোশাক ঠিক করতে গিয়ে আলগা হল মালাইকার ব্লাউজের স্ট্যাপ! বিপদ বুঝে চটজলদি ব্লাউজ ঠিক করে নিলেন মালাইকা।

মালাইকা মানেই অর্জুন কাপুরের সঙ্গে ‘লাভ-হেট রিলেশনশিপ’-এর খবর। সত্যিই কি ব্রেকআপ হয়েছে মালাইকা অরোরা-অর্জুন কাপুরের? সোশাল মিডিয়ার নানা পোস্টে সেরকম ইঙ্গিত থাকলেও, এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অর্জুন বা মালাইকা কেউই। তবে এমন কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দূরত্ব দেখা গিয়েছে এই দুজনের মধ্যে। এমনকী, খবরে এসেছিল মালাইকা নাকি অন্য পুরুষেও মজেছেন! সম্প্রতি এসব গুঞ্জনের মাঝেই ফের সোশাল মিডিয়ায় বোমা ফাটিয়ে ছিলেন মালাইকা। যা দেখে নিন্দুকরা বলেছিলেন, এই পোস্টের মধ্য়ে দিয়ে আসলে অর্জুনকেই বিঁধেছেন মালাইকা।

মালাইকা লিখেছিলেন, ”সমতাই আসল। জীবনে যাই করুন না কেন। রাতভোর নাচ করুন। সকালে উঠে যোগা করুন। ওয়াইন পান করুন। চকোলেট খান। আপনার হৃদয়কে যেটা খুশি করবে সেটাই করুন…নিজের জীবন, নিজের মতো করে বাঁচুন। নিজের শর্তে দিন কাটান। কারও কথাকে পাত্তা দেবেন না।”

কয়েকদিন আগেই খবর রটে যায়, অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্কে নাকি ভাঙন। দুজনের নাকি ব্রেকআপ! তবে নিন্দুকদের যেন ঘুম ভাঙল একটা ভিডিও দেখে। যে ভিডিওতে দেখা গেল মুম্বই বিমানবন্দরে অর্জুন ও মালাইকা! তবে দুজনেই আলাদা আলাদা গাড়ি থেকে নামলেন। এমনকী, বিমানবন্দরেও ঢুকলেন আলাদা। তবে গুঞ্জনে এল, মালাইকা ও অর্জুন একসঙ্গেই বিমানে চড়েছেন। কিন্তু কোথায় গেলেন, তা কিন্তু জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow