Murshidabad : সিনেমা অনেকেই দেখেছে কিন্তু সিনেমার সুটিং কজন দেখেছেন
"চিরদিনি তুমি যে আমার" সিনামার বিখ্যাত নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা টলিউডে যথেষ্ট সুনাম খ্যাতি অর্জন করেছে। বাংলা একাধিক নাটক থেকে চলচিত্র দর্শকদের উপহার দিয়েছেন। সেই রাহুল ছাড়াও অভিনেত্রী লাবনী সরকারকে দেখতে ভিড় জমেছে কান্দির জীবন্তিতে। প্রসঙ্গত মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তির উগরো, ভাটপাড়া পলশী প্রভৃতি গ্রামে গত কয়েকদিন ধরে "ফাতেমা " নামে একটি সিনেমার সুটিং চলছে। সেই সুটিং দেখতে কান্দির বিভিন্ন গ্রামের মানুষের ভিড় জমাচ্ছে। মুর্শিদাবাদের বাসিন্দা আতিউল ইসলামের পরিচালনায় "ফতেমা সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। হিন্দু মুসলিমের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। ফতেমা সিনেমা সুটিং ফাঁকে নায়ক রাহুল বন্দোপাধ্যায় সঙ্গে বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয়। তিনি বলেন " হিন্দু মুসলিম ধর্মের সম্প্রীতির বার্তা কে তুলে ধরার চেষ্টা করেছি। ফাতেমা সিনেমার তার উজ্জ্বল দৃষ্টান্ত। " সিনেমা সুটিং অপর গুরুত্বপূর্ণ চরিত্র লাবনী সরকার কে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় করছেন তার সঙ্গে ইউটিবার বিল্টার ভাই ওরফে মায়তোর আব্বা, মাইনুল মতো অনেকেই দেখার জন্য আট থেকে আশি সকলেই ভিড় জমিয়ে আনন্দ উপভোগ করছেন। #youtube #murshidabad #murshidabad_news @ubanglatvofficial
What's Your Reaction?