'সারা’ দেশ মিলেছে নতুন সংসদ ভবনে

'সারা’ দেশ মিলেছে নতুন সংসদ ভবনে

May 27, 2023 - 18:03
 0  8

রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন। আর সেই উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে পুরো চত্বর। সাজানো হয়েছে সংসদ ভবনের অন্দরও। দেশের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উপকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। নাগপুরের সেগুনকাঠ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে আনা কার্পেট,কী নেই সেখানে।নতুন সংসদ ভবন নির্মাণে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের নামীদামি শিল্পকর্মের ব্যবহার করা হয়েছে। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ধারণাকে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সরকারি সূত্রে খবর।রাজস্থানের সরমথুরা থেকে লাল এবং সাদা বেলেপাথর এনে তৈরি হয়েছে সংসদ ভবনের একাংশ। লাল কেল্লা এবং হুমায়ুনের সমাধি তৈরিতে ব্যবহৃত বেলেপাথরও সরমথুরা থেকেই আনা।ভবনটিতে ব্যবহৃত সেগুনকাঠ আনা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। সংসদের গালিচাগুলি উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে আনানো।ভবনের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র তৈরি হয়েছে বাণিজ্যনগরী মুম্বইতে।নতুন সংসদ ভবনের উচ্চ এবং নিম্নকক্ষ এর ‘ফলস সিলিং’ তৈরিতে ব্যবহৃত ইস্পাতের কাঠামো কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ থেকে আনানো। এরকম ভাবে সারা দেশের বিভিন্ন প্রান্তের জিনিস এর ব্যাবহারে সেজে উঠেছে ভবনটি। নতুন লোকসভা হলে মোট আসনের সংখ্যা থাকছে ৮৮৮টি। যৌথ অধিবেশন চলাকালীন ওই হলে ১,২৭২ জন সদস্য বসতে পারেন। নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর তৈরি করা হয়েছে।তবে উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। রাজ্যসভা হলের মোট আসনসংখ্যা ৩০০টি।রবিবার নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগেই বিতর্ক তৈরি হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে। ২০টি বিরোধী দল ইতিমধ্যেই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। 
#narandermodi #maharashtra #nagpur #mirzapur 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow