সরকারি নথি চুরির দায়ে বিচারের মুখে ডোনাল্ড ট্রাম্প।
সরকারি নথি চুরির দায়ে বিচারের মুখে ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষের পরে কেউ কোনও সরকারি নথি ব্যক্তিগত হেফাজতে রাখতে পারেন না। অভিযোগ, হোয়াইট হাউস ছাড়ার সময় বহু সরকারি নথি সঙ্গে করে নিয়ে যান ট্রাম্প।ভোটে হেরে হোয়াইট হাউস ছাড়ার তিন বছর বাদে, সরকারি নথি চুরির নতুন অভিযোগে বিদ্ধ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ক্যাপিটল হিলসে হামলায় উস্কানি থেকে পর্ন তারকাকে ঘুষ, আয়কর জালিয়াতি, বিচারব্যবস্থার উপর অবৈধ ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার সরকারি কোষাগারে জমা না দেওয়া— আমেরিকার ফেডারেল আদালতে মোট ৩৪টি মামলায় অভিযুক্ত ট্রাম্প। সেই তালিকায় অন্যতম যোগ হল, প্রচুর গোপন সরকারি নথি বেআইনি ভাবে নিজের ব্যক্তিগত ঠিকানায় রাখা। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তদন্তকারী সংস্থা। #newstoday #newslive #current_affairs #worldaffairscurrentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?