শিকার নয় শিকার উৎসব পালন করুন | U Bangla TV
বন্যপ্রাণী সংরক্ষণে বন দপ্তরের সচেতনতার প্রচার অযোধ্যা পাহাড়ের গ্রামে গ্রামে। প্রতি বছর বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে অযোধ্যা পাহাড়ে শিকার উৎসব পালিত হয়। সেখানে এই শিকার উৎসব উপলক্ষে জেলার মানুষ ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা সহ পড়শী রাজ্য ঝাড়খন্ডের অসংখ্য মনুষের জমায়েত হয়। এবং অযোধ্যা পাহাড় জঙ্গলে ঐ সমস্ত শিকারীদের নিশানায় পড়ে প্রায় সমস্ত ধরনের বন্য প্রানীরা।হত্যা করা হয় বহু বন্যপ্রাণীকে। তবে বিগত কয়েক বছর যাবৎ বনদপ্তর এবং জেলা প্রশাসন পাহাড় সহ জেলার মানুষের প্রতি বিশেষ সচেতনতার প্রচার শুরু করেছেন। যার ফলে বিগত তিন চার বছরে বুদ্ধপূর্ণীমা উপলক্ষে শিকার উৎসবে খুব বেশি বন্যপ্রাণীর মৃত্যু ঘটেনি।
What's Your Reaction?