শালগঙ্গায় লায়ন্স ক্লাবের চক্ষু শিবির
লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে শালগঙ্গা ব্রজাদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। আজ শালগঙ্গা ব্রজপুর বিদ্যা নিকেতনে আয়োজিত শিবিরে লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করেন। চোখের ছানি শনাক্তকরণ শিবিরে বৃহত্তর শালগঙ্গা এলাকায় কয়েক শতাধিক রোগী চিকিৎসা সেবার সুযোগ লাভ করেছেন। অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানান আয়োজকরা। ডাঃ প্রবীন সিং সহ অন্যান্য চিকিৎসক রোগীদের পরীক্ষা করেন। এছাড়াও নার্স শম্পা পাল, টেকনিশিয়ান রাতুল বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রজাদিত্য সেবা সংস্থার সভাপতি বরেণ্য গোস্বামী শিবিরের উদ্দেশ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরতে গিয়ে বলেন ওনার সংস্থা প্রভুপাদ ব্রজরমণ গোস্বামীর ভাবাদর্শে চলে । ব্রজাদিত্য সেবা সংস্থা সমস্ত বছর জুরে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে যেমন রক্তদান শিবির, চিকিৎসা শিবির, সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ড। আজ এর এই অঙ্গ হিসেবে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
What's Your Reaction?