লোকসভায় নিট উত্তাপ, আলোচনার দাবিতে সরব বিরোধীরা, মুলতুবি অধিবেশন

ওম বিড়লা জানিয়ে দেন, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনের আগে মুলতুবি প্রস্তাব গ্রহণ করা যাবে না। বস্তুত নিট নিয়ে আলোচনার দাবিও খারিজ করে দেন তিনি।

Jun 28, 2024 - 14:04
 0  2
1 / 1

1.

রাষ্ট্রপতির ভাষণের পরদিনই নিট ইস্যুতে উত্তাল লোকসভা। বিরোধীরা এই ইস্যুতে আলোচনার দাবিতে সরব হতেই দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। পরে অধিবেশন শুরু হলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। বাধ্য হয়ে গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। বিরোধীদের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট (NEET)। এর সঙ্গে জড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ। অন্য সব এজেন্ডার আগে নিট ইস্যুতে আলোচনা হোক। সরকার পক্ষ তা মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভের পথে হাঁটতে হয় ইন্ডিয়া জোটকে।

শুক্রবার নিট ইস্যুতে সংসদের দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব আনা হবে, আগেই ঠিক হয়েছিল ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠকে। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। বৈঠকে খাড়গে ছাড়াও হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের প্রতিনিধি হিসাবে বৈঠকে যোগ দেন ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। এদিন সকালেও ডেরেক হুঙ্কার দেন, আজ ইন্ডিয়া জোটের সাংসদরা ২৪ লক্ষ প্রতারিত পড়ুয়ার কণ্ঠস্বর প্রতিধ্বনিত করবে লোকসভায়। সেই মতোই জোটের তরফে একাধিক সাংসদ সংসদের দুই কক্ষেই নিট নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন।

Advertisement

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow