রবীন্দ্রজয়ন্তীতে কুলটি প্রবীণ নাগরিক সমাজের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন | U Bangla TV
কুলটি প্রবীণ নাগরিক সমাজের পক্ষ থেকে কুলটির সিনিয়র সিটিজেন সোসাইটি এবার ৯ বছরে রবীন্দ্রজয়ন্তী পালন করল কুলটি ক্লাব রোডে ইস্কোর এক বাংলোর সামনে। ৮ থেকে ৮০ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। কুলটির যে সাংস্কৃতিক জগত আস্তে আস্তে অবলুপ্তি হয়ে গিয়েছিলো সেই সাংস্কৃতিক জগতকে বাঁচানোর জন্যই এই মঞ্চ এগিয়ে আসে।
What's Your Reaction?






