'মোচা' নিয়ে ধোঁয়াশায় বঙ্গবাসী | U Bangla TV

May 9, 2023 - 17:08
 0  2

ইতোমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় যা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে । এরপর শক্তি সঞ্চয় করে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মোচা। কিন্তু কোন পথে এগোবে এই ঘূর্ণিঝড়?
কবেই বা স্থলভাগে আঘাত হানতে পারে মোচা?
আলিপুর আবহাওয়া দফতর বলেছে, আগামী বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এরপর বৃহস্পতিবার উত্তর, উত্তর-পশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। পরে মোচার গতিপথ বদল হতে পারে। বাঁক নিয়ে তা উত্তর, উত্তর-পূর্ব দিক বরাবর বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে।
এই ব্যাপারে এখনই আলিপুর আবহাওয়া দফতর এবং ভারতের কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা নিশ্চিত করে কিছু জানায়নি। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে এই সংস্থা দুটি।
চলতি সপ্তাহের শেষের দিকে ঘূর্ণিঝড় মোচা স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার ল্যান্ডফল (যেখানে ঝড় আছড়ে পড়ে) কোথায় হবে, তা এখনই জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow