মায়ের কোলেই স্বর্গসুখ, মাতৃদুগ্ধই অমৃত |

May 14, 2023 - 16:43
 0  3

দেবীরুপী মা কে শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়  বিশ্ব'মাতৃ দিবস'।  আজ ১৪ইমে সকল মায়েদের সন্মানে ও শ্রদ্ধায় পালিত হচ্ছে মাতৃদিবস ।তবে জানেন কি এই দিবস পালনের ইতিহাস ?১৯০৮ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র -এ আনা জার্ভিস তাঁর মায়ের মৃত্যুর পর তাঁর মায়ের স্মরণেই এই দিবস পালন করেন। তারপর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন তারিখে মাতৃদিবস পালিত হয়।মা' শব্দটা অতি ক্ষুদ্র হলেও, 'মা' শব্দের অর্থের গভীরতা কিন্তু অপরিসীম। কথায় কথায় আমরা বলি, মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। তাই, বছরে শুধুমাত্র একটা দিন মাতৃ দিবস হলেও প্রতিটি দিনই এই দিবস পালন করা যায়।কর্মসূত্রে বাইরে হোক কিংবা অন্য কোনো কারণে, এই বিশেষ দিনে কিন্তু সব ভুলে মায়ের পাশে থাকাই যায়। মায়ের কাজে হাত মিলিয়ে হোক অথবা এই বিশেষ দিনটি সেলিব্রেট করে, মা কে কিন্তু আজকে স্পেশাল ফিল করানোই যায়। আজ বিশ্ব মাতৃদিবসে ইউ বাংলা টিভির পক্ষ থেকে সকল মায়েদের আন্তরিক শ্রদ্ধা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow