Tripura : মালদহের গাজোলে আলু চাষীদের মাথায় হাত
মালদহের আলু চাষীদের আলুর ফলন ও দাম না পাওয়ায় এখন কার্যত তাদের মাথায় হাত পড়েছে।কেননা তারা বাইরে থেকে ঋণে টাকা নিয়ে আলু চাষ শুরু করেছিলেন, কোনো কৃষক ছয় বিঘা আবার কেউ আট বিঘা আবার কেউ দশ বিঘা এরকম জমি আলু চাষিরা চাষ করেছিলেন। এখন বর্তমানে বিক্রির সময় বাজারে আলুর দাম পাচ্ছেন না।খুবই কম দামে দিতে হচ্ছে। এই অবস্থায় মহাজনকে ঋণের দেনা টাকা মিটাতে হিমশিম খেতে হচ্ছে চাষিদের।যা নিয়ে তারা খুবই চিন্তিত।তারা সরকারের হস্তক্ষেপে অনুরোধ জানিয়েছেন।
গাজোলের আলু চাষি বীরেন রায়, নন্দন সরকার, উৎপল রায় জানান, আলু চাষ করতে প্রায় বিঘা প্রতি তাদের খরচ পড়েছে ২১ থেকে ২২ হাজার টাকা।সেই হিসাবে বাজারে ও হাটে ন্যায্য আলুর দাম পাচ্ছেন না ।বর্তমান বাজারে ৪ টাকার থেকে ৫ টাকা প্রতি কিলো হিসাবে পাইকারি আলুর দাম রয়েছে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা প্রতি কুইন্টাল, তাই তাদের আলু বিক্রিয় করে মিলছে না আলু চাষিদের খরচের টাকা।পাশাপাশি সার বীজের দামও ঊর্ধ্বমুখী , আলু চাষিরা ঋণে টাকা নিয়ে আলু চাষ করেছিলেন, এবার ঋণ মহাজনকে দেনার টাকা মিটাতে হিমশিম খাতে হচ্ছে তাদের। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?