বৈশাখ মাস পরতেই শুরু হয়েগেছে বিয়ের মরসুম

Apr 24, 2023 - 17:30
 0  2

শীতকালের মতো এত ঘন ঘন অনুষ্ঠান না থাকলেও দু-একটা নিমন্ত্রণ ঠিকই থাকেন, বৈশাখেও সাত পাকে ঘোরেন অনেক দম্পতি । এই গরমে আমরা অনেকেই অনুষ্ঠান এড়িয়ে গেলেও, নিকট আত্মীয় বা কাছের বন্ধুর বিয়ে থাকলে তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না,আর কাছের বন্ধুর বা আত্মীয় বিয়ে মানেই আমাদের সাজপোশাক সবসময় একটু স্পেশাল হতে হবে তাই গরমের কথা মাথায় রেখে কিরকম পোশাক পরলে এই গরমে ফ্যাশান ও বজায় থাকবে আবার আরাম ও পাওয়া যাবে । আজ ইউ বাংলা টিভির তরফ থেকে বিশেষ প্রতিবেদনে এই নিয়ে আলোচনা করব। এই গরমে আমাদের সবার পছন্দের সিল্কের শাড়ি পরলে স্বাচ্ছন্ন নষ্ট হবে বলেই মনে হয় তো এ ধরনের সম্পূর্ণ সঠিক না, সিল্কের ভারী শরী পড়লে গরম লাগার স্বাভাবিক তাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে হালকা সিল্ক এর শাড়ি পড়া যেতেই পারে। এছাড়া নিলেন জামদানি অত্যন্ত আরামদায়ক পোশাক। এছাড়াও সুতির বিভিন্ন পোশাক আমরা পড়তেই পারি বিয়ে বাড়ীতে । #youtube #fashion #fashionstyle #fashionnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow