বিশ্ব পাইলট দিবস

Apr 29, 2023 - 18:46
Apr 29, 2023 - 19:06
 0  5

আজ ২৯শে এপ্রিল বিশ্ব পাইলট দিবস।'পাইলট', নামটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিতো, মাটি থেকে কয়েক হাজার ফুট উপরে যাদের কর্মস্থল। তবে এই পাইলট হবার রাস্তাটা কিন্তু নেহাত কম নয় দীর্ঘ অধ্যবসায় আর কঠিন পরিশ্রমের ফলে একজন সফল পাইলট হন।আর এই প্লেন ও পাইলট একে অপরের পরিপূরক,কারন এই প্লেন আবিষ্কারের মধ্যে বিশ্বব্যাপী দূরত্ব কমেছে আর যাদের জন্য এই দুরত্ব কমেছে তারা হলো প্লেন চালক অর্থাৎ পাইলট। আজকের দিনটি সকল পাইলটদের সন্মানে পাইলট দিবস হিসেবে পালিত হয় । জামশেদ রতন টাটা ১৯২৯-এ ভারতের প্রথম পাইলট হিসেবে কচি থেকে বোম্বে সফল ভাবে প্লেন নিয়ে গিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কিন্তু ১৯৬৮ সালের ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তবে মহিলারাও কিন্তু কোন অংশে পিছিয়ে ছিলোনা, ভারতীয় মহিলা হিসাবে সরলা ঠাকরাল ১৯৩২ সালে প্রথম মহিলা পাইলট হিসেবে স্বীকৃতি পান। আজ বিশ্ব পাইলট দিবস হিসেবে সকল পাইলটদের ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা। #youtube #internationalday #pilot #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow