পুরুলিয়ার মাঠে টেন্ট ট্যুরিজম, দ্বার খুলছে পুজোর আগেই : @ubanglatvofficial
পুরুলিয়ার মাঠে টেন্ট ট্যুরিজম, দ্বার খুলছে পুজোর আগেই : @ubanglatvofficial
একপাশে মাঠাবুরু। আরেক পাশে পাখিপাহাড়। একটু এগোলেই অযোধ্যা পাহাড়ের টানা লম্বা রেঞ্জ। আর সেখানেই গাছ-গাছালির ঠাসাঠাসিতে গাছবাড়ি ছুঁয়ে টেন্ট ট্যুরিজম। ট্রি ট্যুরিজমের পর অ্যাডভেঞ্চার পর্যটনের আরেক ঠিকানা বনদপ্তরের। যা পুজোর আগেই দ্বার খুলছে পুরুলিয়ার বাঘমুন্ডির মাঠায়। পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন,”মাঠা বনাঞ্চলে আমাদের গাছবাড়ি রয়েছে। এই ট্রি হাউসের বুকিং হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে। এরপর আমরা মাঠায় টেন্ট ট্যুরিজম চালু করছি। আশা করছি পুজোর আগেই এই পর্যটন প্রকল্পের দরজা খুলে দিতে পারব। সেই লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে।”
বনদপ্তরের স্টেট প্ল্যানের প্রায় ১৩ লক্ষ টাকা অর্থে গাছবাড়ির পাশেই চারটি সুইট টেন্ট বসিয়েছে পুরুলিয়া বনবিভাগ। মাঠা বনাঞ্চলের তত্ত্বাবধানে এই কাজ হয়েছে প্রায় মাস ছয়েক আগেই। ক্যানভাসে আঁকা ছবির মত এই পর্যটন প্রকল্পকে আরও সাজিয়ে গুছিয়ে পর্যটকদেরকে একেবারে মাটির ঘ্রাণ দিতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে পুরুলিয়া বনবিভাগ। যা পুজোর আগেই রূপায়ণ করে ভ্রমণপিপাসুদের কাছে উপহার দেবে বনদপ্তর।
What's Your Reaction?