পরিযায়ী পাখিদের ভিড় কাঁসারি পকুরে
শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল এলো ঘাটালের খড়ারের কাঁসারি পুকুরে। পাখিগুলির মধ্যে আছে লেসার কুইনসেলিং বার্ড, খড় হাঁস, বালি হাঁস সহ অন্যান্য বেশ কিছু পাখি। স্থানীয় বাসিন্দারা জানান, পাখিগুলি সারা শীতকাল ওই জলাশয়ে থাকে। আবার গরমের শুরুতে ফিরে যায়।
What's Your Reaction?






