‘পকেট ফ্রেন্ডলি’ পুজোর ছুটির ঠিকানা : U Bangla TV

‘পকেট ফ্রেন্ডলি’ পুজোর ছুটির ঠিকানা : U Bangla TV

Jul 28, 2024 - 18:32
 0  1

শরৎকাল আসতে এখনও কিছু দিন বাকি। পুজো আসা মানেই লম্বা ছুটি। অনেকেই এই ছুটিটা কাজে লাগাতে পুজোয় শহর ছেড়ে বেরিয়ে পড়েন। এ বারের পুজোটা শহর ছাড়িয়ে কাছে-পিঠে কোথাও কাটাতে -শান্ত পরিবেশে ছুটি কাটানোর কথা ভাবছেন ? পাহাড়ে যাবেন না সমুদ্রে?এই সময় পাহাড়ে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা যেতে চান সমুদ্রে। সমুদ্রে গিয়ে দেখবেন নাকি এক বার? বগুড়ান জলপাই দিঘা বা মন্দারমণি নয়। উত্তাল সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে ঘুরে আসতেই পারেন বগুড়ান জলপাই থেকে। এখানকার শান্ত, নিরিবিলি সমুদ্র সৈকত পর্যটকদের তেমন ভিড় নেই। সৈকত জুড়ে শুধুই লাল কাঁকড়া! নির্জন বিচ বগুরান জলপাই এখানে রাত্রিবাস করে কাছাকাছি ঘুরে আসতে পারেন জুনপুট, বাঁকিপুট থেকে। এখানে ডোলিলা-ফেডিলা প্রজাতির কাঁকড়াও রয়েছে বলে বন কর্তাদের একাংশের দাবি। রয়েছে বিরল প্রজাতির লিমুলাস বা রা‌জ কাঁকড়া। সৈকতের গা ঘেঁসেই রয়েছে দীর্ঘ ঝাউবন এবং ম্যানগ্রোভ ফরেস্ট। সেখানে এসব ছাড়াও গোল্ডেন জ্যাকল, বেঙ্গল ফক্স, মনিটর লিজার্ড, জাঙ্গল ক্যাট সহ বিভিন্ন বন্যপ্রাণের আনাগোনা রয়েছে। সমুদ্রসৈকত ঝাউবন সঙ্গে সবুজায়নে ভরা এই এলাকাটি প্রাণীদের বাসস্থানের অনুকূল পরিবেশ তৈরি করেছে। সে কারণে বেড়েছে নানা বন্যপ্রাণ।আর সময় থাকলে বগুরান জলপাই থেকে খুব কাছে জুনপুট আর বাঁকিপুট। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত কপালকুণ্ডলা মন্দিরও দেখে নেওয়া যায়। ভালো লাগবে দরিয়াপুর লাইট হাউস। ভিড় এরিয়ে যারা ভাবছেন ছুটি কাটাবেন নির্জনে, তাঁদের জন্য বগুরান জলপাই এক্কেবারে আদর্শ। #travling #travlevlog #viralvideo #offbeatplaces #travles  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow