নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি কাজ, ঠিকাদারকে ধমক জেলাশাসকের | U Bangla TV
নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়নি কাজ, সেই কারণেই ঠিকাদারকে ধমক দিলেন জেলাশাসক। শুক্রবার ধূপগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকায় পথশ্রী অভিযান প্রকল্পের রাস্তা,বনাঞ্চল লাগোয়া ওয়াচ-টাওয়ার পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা বসু। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা, বিডিও শঙ্খদীপ দাস । পরিদর্শনের ফাঁকে সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের সুস্বাস্থ্য কেন্দ্রে যান জেলাশাসক।সেখানে গিয়েই প্রথমে কাজ শুরুর দিন দেখে নেন।তারপরই একপ্রকার রেগে যান তিনি ।ঠিকাদারকে ডেকে কেন কাজে দেরি হচ্ছে তা শুনে নেন। ঠিকাদার বৃষ্টির দোহাই দিয়ে কাজ দেরিতে চলছে বলে জানাতেই রেগে যান জেলাশাসক কারণ অক্টোবর মাসের পর ভারী বৃষ্টি হয় নি।তাই অকারন যুক্তি না দিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
What's Your Reaction?