নববর্ষে ও মিলছে না গরমের হাত থেকে রেহাই
এই মুহূর্তে আমাদের রিজনে যদি আমরা দেখি একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে ঝাড়খন্ড থেকে তামিলনাড় ফলে আজ আমাদের রিজে অনেকটাই মৎস্যের প্রবেশ করেছে ফলে তাপমাত্রায় সাড়ে ১১ টার সময় রেকর্ড করা হয়েছে সব জায়গাতেই এক থেকে দুই ডিগ্রী কম রয়েছে এবার বেতার হিসাব যদি বলা হয় আগামী পাঁচ দিন ওয়েদার ট্রাই থাকবে এই যে অক্ষরেখা বলা হচ্ছে এটা টেম্পোরালি তার কোন ইম্প্যাক্ট নেই কাল থেকে আবার এক থেকে দুই ডিগ্রী টেম্পারেচার বাড়তে শুরু করবে আজকের নর্থ সাউথ ২৪ পরগনা ইস্ট মেদনাপুর ে হিট ওয়েভ পরিস্থিতি থাকবে তাপমাত্রা ও ৪০ থেকে উপরে থাকা সম্ভাবনা থাকছে 5 দিন ওয়েদার ট্রাই থাকবে আমাদের রিচেনে আর যে সতর্কবার্তা রয়েছে সেটাই কন্টিনিউ করবে আগামী ১৯ তারিখ পর্যন্ত কলকাতাতে আজ 40° তাপমাত্রা থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি কাছাকাছি.
উত্তরবঙ্গের ক্ষেত্রে নরমাল থেকে দূর থেকে তিন ডিগ্রি উপরে চলছে তাপমাত্রা কিন্তু চল্লিশা অনেক নিচে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি নদ দিনাজপুরে আমরা মালদা পর্যন্ত ৪০ ডিগ্রী তাপমাত্রা পেয়েছি হিট ওয়েব কন্ডিশন এই মুহূর্তে ঝড় বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই আজকে কিছু প্লানিং হয়েছে কিন্তু এগুলো মিডিয়াম ক্লাউড বৃষ্টি দেওয়ার মতো ক্লাউড নয় আমরা খুব ক্লোজলি ওয়াজ করছি, কুড়ি তারিখের পর একটি চান্সেস রয়েছে এই বিষয়ে ১৭ তারিখে আবার আপডেট দেওয়া হবে
গত দশ বছরে সবচেয়ে বেশি রেকর্ড করা তাপমাত্রা হলো 2023 এর আগে ১৯৬৯ সালে ১৫ ই এপ্রিল 40.7 ডিগ্রি রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা তারপর ২০১৪ তে ৩৭.১.২০১৫ তে ৩৫.৫ ২০১৬ তে ৪০ ডিগ্রি 2017 তে ৩৫.২ ২০১৮ তে ৩৬.৭ ২০১৯ এ ৩৫.৬ ২০২০ তে ৩৬.৫ ২০২১ ডিগ্রি এবং ২০২২ এ ৩৭.৯. তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15ই এপ্রিলের দিন | #youtube #weather #weathernews #weatherreport @ubanglatvofficial
What's Your Reaction?