দ: দিনাজপুর : জলস্তর বৃদ্ধিতে বন্যার ভ্রুকুটি : U Bangla TV
দ: দিনাজপুর : জলস্তর বৃদ্ধিতে বন্যার ভ্রুকুটি : U Bangla TV
পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধি ও প্রবল বর্ষণের জেরে বন্যার ভ্রূকুটি দক্ষিণ দিনাজপুরে । জলের তলায় আবাদি জমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কাও। পুর্নভবা নদীর জল বাড়তেই প্লাবিত হয়েছে তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা।বন্যার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। স্থানীয় সুত্রের খবর অনুযায়ী এদিন ভোর রাত থেকেই তপন ব্লকের দুই নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া, সুতইল, জিগাতলি, বজ্রাপুকুর, মনোহোলি, শিব তোলা সহ বেশকিছু গ্রামে পুনর্ভবা নদীর জল ঢুকতে শুরু করে । যা নিয়েই বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক তৈরি হয় । রাতভর বৃষ্টি হলে এলাকার লোকজনের বাড়িতেও যে জল ঢুকে পড়বে তা নিয়েও যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। এদিকে সকাল থেকে নদীর এমন জলস্তর বৃদ্ধির ফলে জলে ডুবে যেতে থাকে এলাকার কৃষিজ ফসল। আর যাকে ঘিরেই ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা । এলাকার বাসিন্দা সন্দীপ চক্রবর্তী, গোপাল দাস, মন্সুর মিয়া, মনোরঞ্জন হাজরারা জানিয়েছেন, নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে । এলাকার জমিজমা ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে । #south24pgs #newstoday #banglanews #banglanews #bangladesh @ubanglatvofficial
What's Your Reaction?