থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! U Bangla TV

May 8, 2023 - 19:13
 0  1

সোমবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আগরতলা হাপানিয়া ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সাইন্সের কনফারেন্স হলে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স, ত্রিপুরা ন্যাশনাল হেল্থ মিশন, ত্রিপুরা থ্যালাসেমিয়া সোসাইটি, আগরতলা ত্রিপুরা হাপানিয়া ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সাইন্স এর সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরার স্বাস্থ্যসচিব দেবাশীষ বসু, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা শুভাশিস দেববর্মা অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতাই মূল চাবিকাঠি। ভারতবর্ষে প্রায় ১.৫ কোটি দূরারোগ্য থ্যালাসেমিয়া রোগী এবং প্রায় ৫ কোটি ভারতীয় থ্যালাসেমিয়া বাহক হয়েছে। এবং দেশে প্রতিবছর প্রায় ১০ থেকে ১৫ হাজার শিশু ভিটা থ্যালাসেমিয়ার মত গুরুতর রোগে আক্রান্ত হচ্ছে। এবং ত্রিপুরাতে ও প্রায় ৩৮৩ জন থ্যালাসেমিয়া রোগী রক্ত নিচ্ছেন। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন বাড়াতে এবং এই রক্তের ব্যাধির সাথে লড়াই করা ব্যক্তিদের সমর্থন করার জন্য আজকের এই দিনে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow