ত্রিপুরা : ত্রিপুরার তিন হেভিওয়েট সিপিআইএম নেতার কারাবাস
২০১৫ সালে বনধের দিন দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া আদালত চত্বরে তাণ্ডব সৃষ্টি করেছিল সিপিআইএম নেতা, কর্মীরা। এমনকি আদালত বন্ধ রাখার জন্য বিচারক রুহিদাস পালকে হেনস্থা করা হয়। সেই ঘটনায় পুলিশ তৎকালীন সময়ে তিন সিপিআইএম নেতা তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সেই মামলায় নিম্ন আদালত তিনজনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। অভিযুক্তরা সেই রায়ের বিরুদ্ধে জেলা আদালতে আপিল করে। কিন্তু জেলা আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছে। এবং তিন হেভিওয়েট সিপিআইএম নেতার দুই বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত, এমনটাই জানালেন সরকারি আইনজীবী আখতার হোসেন মজুমদার।
What's Your Reaction?