জোর করে জমি দখল করার অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে | U Bangla TV
বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান ও থুপসরা পঞ্চায়েতের উপপ্রধান মীরমাখন আলীর বিরুদ্ধে বাসাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের প্রায় ৩২ বিঘা জমি জোর করে দখল করার অভিযোগ উঠেছে । সেই জমি বাসাপাড়া মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির নামে রেজিস্ট্রি করা হয়েছে।রবিবার সকালে বাসাপাড়া কৃষক বাজার এলাকাতে ব্যাপক বিক্ষোভ দেখান জমি দাতারা। তাদের অধিকাংশের অভিযোগ, কম দামে জোর করে ভয় দেখিয়ে সেই জমিগুলি হস্তগত করা হয়েছে। পাশাপাশি কারো জমি বেআইনিভাবে দখল করা হলে তারা আইনিপথে যেতে পারে।এই বলে কোর্টে কেস করছেন জমি মালিকরা।তবে তাদের একটাই দাবি, অবিলম্বে জমি ফেরত দিতে হবে নইলে তারা আইনি পথে যেতে বাধ্য হবেন, এমনটাই জানান।
What's Your Reaction?