জামাইষষ্ঠীতে জমজমাট|
জামাইষষ্ঠীতে জমজমাট|
জামাইষষ্ঠীতে জমজমাট থাকে অন্যান্য বাজারের সাথে বিশেষ করে মাছ বাজার। বাঙালির প্রিয় খাবার মাছ আর এই জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ - গলদা চিংড়ি খাওয়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন শ্বশুরবাড়ি । পাশাপাশি এই বিশেষ দিনে উপলক্ষে প্রতিটি বাঙালির বাড়িতে মাছের চাহিদা থাকে। তবে বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন প্রায় ক্রেতাশূণ্য দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেটের মাছ বাজা।ব্যবসায়ীদের দাবি হাতের নাগালেই মাছের দাম থাকা সত্ত্বেও এবছর তেমন মাছ বাজারে ভিড় নেই । অন্যদিকে বাজারে আসা ক্রেতারাও জানান এবছর মাছ বাজারে অন্য বারের থেকে অনেকটা কম মাছ ক্রেতাদের ভিড় তবে পাশাপাশি ক্রেতাদের দাবি অন্যান্য দিনের চেয়ে মাছের দাম রয়েছে অনেকটা বেশী সেই কারণ হয়তো মাছ ক্রেতাদের সংখ্যা কম।
What's Your Reaction?