জলপাইগুড়ি : আবারও ফুটপাত অভিযানে জলপাইগুড়ি কোতোয়ালি থানা |
বৃহস্পতিবার শহরের কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় চললো অভিযান। অভিযোগ, বার বার সর্তক করার পরেও একাংশ ব্যবসায়ী সর্তক হচ্ছেন না। ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এ দিন একাধিক ব্যবসায়ী রাস্তার রাখা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে ডিবিসি রোডের রাস্তায় রাখা একাধিক বাইকের নম্বর ধরে স্পট জরিমানা করা হয় ট্র্যাফিক পুলিশের তরফে আইসি অর্ঘ্য সরকারের উপস্থিতিতে। নো পার্কিং জোনে বাইক রাখার জেরে ট্র্যাফিক পুলিশের তরফে জরিমানা করা হয়।ভিন্ রাজ্যের একটি বাইক রাস্তার উপর রাখার বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ জানায়,ফুটপাত অভিযানের পাশাপাশি ফুটপাত দখল করে কিংবা রাস্তা দখল করে রাখা বাইক চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জরিমানা করা হয়েছে অন লাইনে চালান প্রত্যেক বাইক চালককে দেওয়া হয়েছে।
What's Your Reaction?