ছবি নিষিদ্ধ করার ডাক দিয়েছে শিখ সম্প্রদায়

Aug 28, 2024 - 16:21
 0  3

৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনার ‘এমার্জেন্সি’। ইতিমধ্যেই ছবি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এমনকী, কঙ্গনার এই ছবি নিষিদ্ধ করার ডাক দিয়েছে শিখ সম্প্রদায়ও। তবে এসব নিয়ে ভ্রুক্ষেপ নেই কঙ্গনার। বরং প্রচারের মাঝে কখনও রণবীর কাপুরকে কটাক্ষ করছেন, কখনও প্রিয়াঙ্কা চোপড়াকে। আর এবার অক্ষয় কুমারকে নিশানা করলেন কঙ্গনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে নারী সম্মান নিয়ে প্রশ্ন করা হয় কঙ্গনাকে। সেখানেই কঙ্গনা স্পষ্ট জানালেন, ”সিং ইজ ব্লিং ছবিতে অভিনয়ের জন্য অফার করেছিলেন অক্ষয়। আমি সোজা না করেছিলাম। এর উত্তরে কঙ্গনা বলেছিলেন, আমার সঙ্গে কি তোমার কোনও সমস্যা রয়েছে? উত্তরে আমি অক্ষয়কে বলেছিলাম, আপনার বোঝা উচিত। আপনারও একটি কন্যাসন্তান রয়েছে। নারীদের জন্য সম্মান চাই আমরা।” কঙ্গনা এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সিং ইজ ব্লিং’ ছবিতে খুবই অসম্মানজনক চরিত্রের অফার দেওয়া হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, সম্প্রতি খুনের হুমকি পেলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রী তথা বিজেপি সাংসদ নিজে ‘X’ হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে এই অভিযোগ করেছেন। পোস্টে মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগও করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow