খারাপ আলোর সমস্যায় গঙ্গাধরপুর সেতুতে বাড়ছে দুর্ঘটনার সম্ভবনা | U Bangla TV
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও পাথরপ্রতিমার মধ্যে সড়কপথে যাতায়াত করার জন্য একমাত্র সংযোগস্থল। এই সেতু দিয়ে রোজ প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করে। পাথরপ্রতিমা থেকে কলকাতায় যেতে এই সেতুই একমাত্র ভরসা স্থানীয়দের। এমন গুরুত্বপূর্ণ সেতুতে আলোর সমস্যা থাকায় হামেশাই দুর্ঘটনা ঘটছে। গত তিন বছর ধরে এই সমস্যা চলছে বলে জানা গিয়েছে। গঙ্গাধরপুর সেতুতে বেশ কিছু সোলার লাইট লাগানো আছে। কিন্তু বেশিরভাগেরই ব্যাটারি খারাপ। রাতে এই সেতু সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় বলে স্থানীয়দের দাবি। সেই সুযোগে অপরাধমূলক কাজকর্মও বাড়ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পথ নিরাপত্তার স্বার্থে দ্রুত গঙ্গাধরপুর সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি তুলেছে এলাকার মানুষ।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও পাথরপ্রতিমার মধ্যে সড়কপথে যাতায়াত করার জন্য একমাত্র সংযোগস্থল। এই সেতু দিয়ে রোজ প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করে। পাথরপ্রতিমা থেকে কলকাতায় যেতে এই সেতুই একমাত্র ভরসা স্থানীয়দের। এমন গুরুত্বপূর্ণ সেতুতে আলোর সমস্যা থাকায় হামেশাই দুর্ঘটনা ঘটছে। গত তিন বছর ধরে এই সমস্যা চলছে বলে জানা গিয়েছে। গঙ্গাধরপুর সেতুতে বেশ কিছু সোলার লাইট লাগানো আছে। কিন্তু বেশিরভাগেরই ব্যাটারি খারাপ। রাতে এই সেতু সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় বলে স্থানীয়দের দাবি। সেই সুযোগে অপরাধমূলক কাজকর্মও বাড়ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পথ নিরাপত্তার স্বার্থে দ্রুত গঙ্গাধরপুর সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি তুলেছে এলাকার মানুষ।
What's Your Reaction?