ক্যালেন্ডার বলছে আজ মঙ্গলবার কিন্তু বাঙালীর কাছে আজ রবি-বার | U Bangla TV

May 9, 2023 - 16:30
 0  1

দেখতে দেখতে বছর ঘুরে বাঙালির দরজায় কড়া নাড়ছে ২৫শে বৈশাখ। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তিনি বিশ্বকবি। বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট প্রত্যিটি চরিত্রে রয়েছে। শিশুর মুখে আধো আধো কবিতা কিংবা কোন মন ছুয়ে যাওয়া গান বা কল্পনার জগতের চরিত্রদের খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে । আজ বিশ্ববরেণ্য কবির জন্মদিনে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা।
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলা সাহিত্যকে নতুন গদ্য এবং শ্লোক ও শৈলী সেই সাথে কথ্য ভাষায় প্রয়োগে এক অন্যরকমের কাব্যিক ধারা তৈরি করেন যা খুব সহজেই পাঠক মহলের কাছে গ্ৰহনযোগ্য হয়ে ওঠে। তিনি যে সাহিত্য জগতে শুধু অবদান রেখে গেছেন তা না বাংলার নবজাগরণে রবীন্দ্রনাথ ঠাকুর ও ঠাকুর পরিবার এর অবদান ও ভুলে যাওয়ার মতো বিষয় নয় । তার অনবদ্য কিছু সৃষ্টির মধ্যে গীতাঞ্জলির কথা না বললেই নয় , কারন এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে তার সৃষ্টি করা কবিতা,গান, উপন্যাস , ছোটগল্প প্রত্যেকটি এখনো পাঠকের কাছে সমান প্রাসঙ্গিক ও পচ্ছন্দের।
তিনি আমাদের জন্য রেখে গেছেন অমূল্য সব সম্পদ ।তার প্রত্যেকটা সৃষ্টি আমাদের জীবনের চলার পথে  এখনো প্রয়োজন পরে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সারা রাজ্য তথা দেশে সমারোহের সাথে উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উৎসব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow