কলকাতা মহানগরী আরো কাছে আসতে চলেছে বাঁকুড়ার
রেল দপ্তরের সৌজন্যে কলকাতা মহানগরী আরো কাছে আসতে চলেছে বাঁকুড়ার। এবার সরাসরি রেললাইনে যুক্ত হচ্ছে বাঁকুড়া- হাওড়া। ঐ কাজের জন্য গত মঙ্গলবার রেল দপ্তরের পক্ষ থেকে ঐ কাজের টেণ্ডার আহ্বান করা হয়েছে। এবার কাজ শুরুর অপেক্ষা। বৃহস্পতিবার এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
প্রসঙ্গত, বর্তমানে বাঁকুড়া থেকে ট্রেনে সরাসরি হাওড়া আসতে খড়গপুর হয়ে দীর্ঘপথ ঘুরে আসতে হয়। কারণ দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও হাওড়ার সঙ্গে সেই লাইনের কোন সংযোগ ছিল না। যদিও অন্যদিকে পূর্ব রেলের হাওড়া বর্ধমান লাইনে মশাগ্রামে স্টেশন রয়েছে। ফলে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের এই মশাগ্রামে লাইন অথবা স্টেশন থাকলেও দুটির মধ্যে কোনও যোগ ছিল না। সাংসদের দাবি , বাঁকুড়ার মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে এবার সেই কাজটাই হতে চলেছে। বাঁকুড়া থেকে যে কোনও ট্রেন মশাগ্রাম হয়ে হাওড়া থেকে চলে যেতে পারবে। ফলে এই এলাকার মানুষের কলকাতার সঙ্গে দূরত্ব ও যাতায়াতের সময় আর খরচ দুই-ই কমবে বলে অনেকে মনে করছেন।
What's Your Reaction?