এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন বঙ্গ কন্যা
চলতি মাসে উজবেকিস্তানে পঞ্চম ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের তিনটে ইভেন্টে সোনা এবং সিলভার জিতে ভারতের মুখ উজ্জ্বল করল বাংলার মেয়ে রেজওয়ানা মল্লিক হেনা। ৪০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান দখল করে সোনা জয় করেন তিনি। শুধু তাই নয় ৪০০ মিটার দৌড় তিনি 52.98 সেকেন্ডে কভার করে রেকর্ড তৈরি করেন। বর্তমানে সে সোনডাঙ্গা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। রেজওয়ানার বাবা এবং মা দুজনেই ছিলেন কবাডি প্লেয়ার। মেয়েকে বিশ্বমানের অ্যাথলেটিক গড়ে তোলার স্বপ্ন দেখেন তারা। কৃষ্ণনগরের দীর্ঘদিন প্র্যাকটিস করার পর কৃষ্ণনগরের কোচের হাত ধরেই কলকাতার কোচ কল্যাণ চৌধুরীর কাছে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছিলেন। চলতি সপ্তাহে চলা উজবেকিস্তানের পঞ্চম ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেন রেজওয়ানা। এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করে গোটা ভারতবর্ষ তো বটে ই বাংলার মুখ উজ্জ্বল করেন এই কন্যা। #youtube #asiachampionship #champion #nodiya #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?