ইরফানের সঙ্গে সহবাসের ঘোর কাটছে না পায়েলের! ৯ বছর ধরে কিসের থেকে বিরত অভিনেত্রী?
কথা দিয়ে কথা রাখেননি ইরফান! তাঁর সঙ্গে প্রেম ভাঙার পরও গত ৯ বছর ধরে অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারছেন না অভিনেত্রী পায়েল ঘোষ!

1.
বছর দুয়েক আগে পরিচালক অনুরাগ কাশ্যপের নামে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। সেই সময় রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন অভিনেত্রী পায়েল ঘোষ। তার পর বিভিন্ন সময় অনুরাগকে নিয়ে নানা মন্তব্য করেছেন, তবে বিশেষ ফল মেলেনি। তার পরই পায়েল দাবি করেন, ভারতীয় ক্রিকেট দলেরও অনেকে নাকি তাঁর সংসর্গ পেতে খুবই আগ্রহী ছিলেন। তিনি ‘সম্পর্কে’ ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা ইরফান পাঠানের সঙ্গে। এ বার ফের ইরফানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তিনি। কেন ইরফানের সঙ্গে বিয়ে হল না তাঁর, সেই কারণ জানালেন। পাশাপাশি জানান, ইরফানের সঙ্গে প্রেম ভাঙার পর গত ৯ বছর ধরে অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হননি পায়েল।এই মুহূর্তে ইরফান বিবাহিত। এক সন্তানের বাবা। এ বার ইরফানকে নিয়ে বিস্ফোরক দাবি করে বসেন পায়েল। গত বছরই জানিয়েছেন, ইরফানের সঙ্গে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন। এ বার জানালেন, ইরফানের বাড়ির লোকে না মানায় তাঁদের বিয়েটা হয়নি। এমনকি ইরফানের পর নাকি আর কারও সঙ্গে তিনি শারীরিক সম্পর্কেও লিপ্ত হতে পারেননি। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে পায়েল লেখেন, ‘‘প্রায় ৯ বছর হল আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হইনি। ইরফান পাঠানের সঙ্গে প্রেম ভাঙার পর আর কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারিনি। যদিও বলিউডে বড় বড় ব্যক্তিত্ব প্রস্তাব দিয়েছে, তবে শারীরিক সম্পর্কটা আমার কাছে পুজো করার মতো।’’ অভিনেত্রী এ-ও জানান, রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় তাঁর সঙ্গে ইরফানের সম্পর্ক মানতে চাননি তাঁর বাবা। তবু ইরফানকে ভুলতে পারেননি তিনি। তবে এ নিয়েও তাঁর আক্ষেপ কম নয়। পায়েল বলেছেন, ‘‘সব কিছুর পর একটা কথাই বার বার মনে হয়, বদলে আমি কী পেলাম!’’
What's Your Reaction?






