ইন্দিরা গান্ধীর মৃত্যু নিয়ে 'খলিস্তানি' ট্যাবলো কানাডায়, নিন্দা ভারতের|
ইন্দিরা গান্ধীর মৃত্যু নিয়ে 'খলিস্তানি' ট্যাবলো কানাডায়, নিন্দা ভারতের|
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুনের ঘটনা তুলে ধরা হলো কানাডার একটি ট্যাবলোতে। বিতর্কিত এই ভিডিওতে দেখা যাচ্ছে, শিখ দেহরক্ষীর গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন ইন্দিরা গান্ধী। এই দৃশ্যর পিছনে সাজানো ছিলো খলিস্তানিদের হলুদ পতাকা। সেখানে লেখা ছিল, "এটাই প্রতিশোধ"। গোটা ঘটনার ভিডিও দেখে নিন্দায় সরব নেটিজেনরা। তবে সমস্ত বিষয় নিয়ে মুখ খুলেছেন ভারতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত। ঘটনাটি ভোট ব্যাংকের রাজনীতি বলেই দাবি করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংঙ্কর। #newsvideo #newslive #current_affairs #worldaffairscurrentaffairs @ubanglatvofficial
What's Your Reaction?






