আন্তর্জাতিক শ্রমিক দিবস
আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমের দ্বারাই দুনিয়ার অগ্রগতি, সভ্যতার রূপায়ণ ও ঘটেছে শ্রমিকের হাতুড়ির আঘাতে। মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে শ্রমিক শ্রেণী হল এক আধুনিক শ্রেণি যারা সকল সময় সামাজিক বিপ্লবের নেতৃত্ব দিয়ে এসেছে। তাই আজকের দিনটি সকল শ্রমিক শ্রেণীর মানুষদের সন্মানে পালিত হয়, আজ শ্রমিক দিবসে একবার আমরা ফিরে দেখব শ্রমিক দিবসের ইতিহাস ।১৮৮৬ সালের ১লা মে আমেরিকার হে মার্কেটে ৮ ঘন্টা কাজ ও শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে পথে নেমেছিলেন শ্রমিকেরা। এই মিছিল চলার সময় অতর্কিতে গুলি চালায় পুলিশ, পুলিশ এর গুলিতে প্রাণ হারায় চারজন শ্রমিক । তখন থেকেই আজকের দিনটি শ্রমিকের অধিকার আদায়ের ও সংগ্রামের গুরুত্বপূর্ণ তারিখ হিসেবে পালিত হয়। ভারতবর্ষে ১৯২৩ সাল থেকে সকল শ্রমিক শ্রেণীর উদ্দেশ্যে আজকের দিনটি পালন করা শুরু হয়েছে। সারা বিশ্বে আজকে মিছিল, সভা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি উদযাপন করা হয়। সরকারি ছুটি থাকে প্রায় আশিটি দেশে । সারা বিশ্বের সকল শ্রমিক সংগঠনের উদ্যোগে আজকের দিনটি শ্রদ্ধার এর সাথে উদযাপিত হয়।
ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল শ্রমিকদের আন্তরিক শ্রদ্ধা। #youtube #youtubevideo #labour #laboursday @ubanglatvofficial
What's Your Reaction?