আধার কার্ডের জেরক্সে টিপসই দিলে মিলবে ঘর অজুহাতে ব্যাংক থেকে উধাও প্রায় ৮৮ হাজার টাকা

May 3, 2023 - 14:16
 0  7

ঘর পাইয়ে দেওয়ার নাম করে আধার কার্ডের জেরক্স এর উপরে টিপসই, ব্যাংক থেকে উধাও হল ৮৭হাজার ৫০০ টাকা, অভিযোগ এক মাদ্রাসা শিক্ষক ও বিজেপি নেতার বিরুদ্ধে।ইতিমধ্যে হারু পয়েন্ট কোস্টাল থানা এবং সাইবার ক্রাইম এ অভিযোগ দায়ের করল সর্বস্বান্ত দম্পতি। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের ১২ নম্বর দক্ষিণ থানগড়া এলাকায়। উল্লেখ্য স্থানীয় নম্বর ১২ দারুস সালাম মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক বিষ্ণুপদ হালদার আত্মীয়তার সূত্র ধরে উত্তম বেরা এবং অপর্ণা বেরার ঘর পাইয়ে দেওয়ার নাম করে আধার কার্ডের উপরে দুবার টিপসই করিয়ে নেয়, তার কিছুদিন পর থেকে দম্পতির ব্যাংক একাউন্ট থেকে দফায় দফায় সাতাশি হাজার পাঁচশ টাকা তুলে নেওয়া হয়। দম্পতির অভিযোগ স্কুল শিক্ষক অভিসন্ধি করে কাউকে দিয়েই টাকাগুলো তুলে নিয়েছে, ইতিমধ্যে হারু পয়েন্ট কোস্টাল থানায় এবং কাকদ্বীপ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়,, দেখতে দেখতে দশ মাস কাটলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি।#youtube #south24pgs #south24pargananews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow