আট হোক বা আশি, ক্রিকেট প্রেমীদের কাছে একটা নামই যথেষ্ট সেটা হল সচিন তেন্ডুলকার

Apr 24, 2023 - 16:10
 0  4

ক্রিকেটের মাস্টারব্লাস্টার, ভারতীয় ক্রিকেট ইতিহাসে যাকে ঈশ্বরের সাথে তুলনা করা হয় তিনি হল সচিন তেন্ডুলকার। আজ শচীন তেন্ডুলকার এর জন্মদিনে ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। ক্রিকেটের এমন কোন রেকর্ড নেই যেটা শচীন তেন্ডুলকার নামের পাশে লেখা নেই, সেটা সর্বাধিক রানের রেকর্ড ই হোক কিংবা সেঞ্চুরির সেঞ্চুরি সব রেকর্ডে কিন্তু রয়েছে তার ঝুলিতে। সচিন তেন্ডুলকর একমাত্র ভারতীয় ক্রিকেটার এবং প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি প্রথম সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন, এছাড়াও তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, সহ একাধিক সন্মানীয় পুরষ্কার। তবে এ তো গেল তার মাঠের মধ্যে ক্রিকেট জীবনের কথা তিনি মাঠের মধ্যে বরাবরই বিধ্বংসী রূপে ধরা দিলেও মাঠের বাইরে তার রয়েছে এক মানবিক দিক তিনি "অপনালয়" নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বছর ২০০ জন অনাথ দুস্থ ছাত্র-ছাত্রীর ভরণপোষণের দায়িত্ব নেন, এছাড়াও এই সংস্থা আরো অনেক রকমের সমাজ সেবামূলক কাজ করে থাকে। আজ ক্রিকেটের ভগবানের শচীন তেন্ডুলকারের জন্মদিনে তার এই মানবিক কাজকে কুর্নিশ জানাই আমরা। #youtube #godofcricket #sachintendulkar #cricket #cricketnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow