আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস
আজ ২৫শে এপ্রিল, আজকের দিনটি সারা বিশ্বে ম্যালেরিয়া দিবস হিসেবে পালিত হয়। ম্যালেরিয়া এমন একটি রোগ যার ফলে একসময় সারা গ্রাম উজাড় হয়ে যেত। ম্যালেরিয়া সঠিক চিকিৎসার অভাবে মারা গিয়েছে বহু মানুষ, আফ্রিকা, দক্ষিণ, ও দক্ষিণ পূর্ব আফ্রিকা,ও এশিয়ার বিভিন্ন দেশে এই ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ্য করা যায় । মশাবাহিত এই রোগের শিকার হয়েছে বহু মানুষ। বাংলা প্রাচীন সাহিত্যের বহু ইতিহাসে এই ম্যালেরিয়ার এর কথা লক্ষ্য করা যায় । তবে চিকিৎসা বিজ্ঞান উন্নত হলেও এই রোগ দূরীকরণ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। তাই আজকে ২৫শে এপ্রিল ম্যালেরিয়া থেকে সচেতন করতে সারা বিশ্বব্যাপী ম্যালেরিয়া ডে পালন করা হয়। #youtube #internationalday #maleriya @ubanglatvofficial
What's Your Reaction?