অনুষ্ঠান বাতিল কবিভূমি শান্তিনিকেতনের | U Bangla TV
আজ পঁচিশে বৈশাখ। স্বয়ং রবি ঠাকুরের জন্মদিনেও ভাটা পড়লো কবিভূমি শান্তিনিকেতনে। বাতিল করা হয়েছে রবীন্দ্রজয়ন্তীর মূল দু’টি অনুষ্ঠান। ২৫শে বৈশাখ সকাল ৯ টা পাঠভবনের মাধবী বিতানে "জন্মোৎসব" পালন ও সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের রবীন্দ্র নৃত্যনাট্য ‘শাপমোচন’।
কিন্তু মাত্র ২৪ ঘণ্টা আগে, সোমবার হঠাৎই নোটিস দিয়ে তা বাতিলের কথা জানিয়েছে ‘বিশ্বভারতী কর্মিপরিষদ’। অর্থাৎ, আশ্রম প্রাঙ্গণে কোনও অনুষ্ঠান হচ্ছে না। গত তিনদিন ধরে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনের দরজা। ২৫ বৈশাখেও তা খুলছে না। কিন্তু কেন? বিশ্বভারতী কর্তৃপক্ষের ‘অজুহাত’ একটাই গরম।
কিন্তু শান্তিনিকেতনের একটা বড় অংশের স্থানীয়দের ধারণা, অমর্ত্য সেনের জমি বিতর্কের জেরে এমন সিদ্ধান্ত। শনিবার নোবেলজয়ীর বাসভবনের পাশে ধর্না অব্যাহত রেখেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি।
What's Your Reaction?