অঙ্গনওয়ারী ওয়ার্কার হেল্পার নিয়োগে দুর্নীতির অভিযোগ | U Bangla TV
ত্রিপুরা উপজাতি এলাকা খুমলুঙ প্রশাসনের অন্তর্গত উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া সিডিপিও অফিসে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার নিয়োগে বড় ধরনের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। জানা যায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার ও হেল্পার নিয়োগের জন্য গত বছরের ডিসেম্বর মাসে ইন্টারভিউ নেওয়া হয়েছে। কিন্তু ২০২৩ সালের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় নিয়োগ প্রক্রিয়া প্রায় চার মাস বিলম্বিত হয়। সম্প্রতি ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার স্বাক্ষরিত নির্দেশে ২৬ জনকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার ও হেল্পার নিয়োগের জন্য এনগেজমেন্ট অর্ডার বের হয়। তখনই বঞ্চিতরা ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট অভিযোগ পাঠিয়ে দাবি করেছেন, সম্পূর্ণ দুর্নীতি, স্বজন-পোষণ, ও ঘুষের বিনিময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার ও হেল্পার নিয়োগ হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার মাধ্যমে যোগ্যদের নিয়োগ করতে হবে। অন্যথায় তারা ত্রিপুরা উচ্চ আদালতের কড়া নাড়তে বাধ্য হবেন।
What's Your Reaction?